ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

পাটের পলিথিন তৈরির জন্য যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পাট থেকে তৈরি হবে পলিথিন। আর সেই পলিথিন তৈরি করবে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান। সেই লক্ষ্যে পাটকল কর্পোরেশন (বিজেএমসি) একটি চুক্তি সম্পন্ন করেছে। পরিবেশবান্ধব পলিথিন তৈরিতে বিকল্প সোনালি ব্যাগ উৎপাদনে সব ধরনের মেশিনারিজ ও প্রযুক্তিগত সহযোগিতা দেবে প্রতিষ্ঠানটি।   

মঙ্গলবার সচিবালয়ে বিজেএমসির সচিব এ কে এম তারেক ও যুক্তরাজ্যের ফুটামুরা কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার গ্রিমি কোলহার্ড এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশি বিজ্ঞানী আবিস্কৃত পলিথিনের বিকল্প সোনালি ব্যাগ উৎপাদনে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান সব ধরনের মেশিনারিজ ও প্রযুক্তিগত সহযোগিতা দেবে। আগামী ৬ থেকে ৯ মাসের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে যাবে বিজেএমসি।

অনুষ্ঠানে জানানো হয়, পাটের তৈরি এসব ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হবে। পাটের সূক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে অন্যান্য পরিবেশবান্ধব দ্রব্যাদির মাধ্যমে কম্পোজিট করে সোনালী ব্যাগ তৈরি করা হয়। এটি পঁচনশীল, মাটির সঙ্গে মিশে যায়।

আণবিক শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক মোবারক আহম্মেদ খান পাট থেকে পলিথিনের এ বিকল্প তৈরি করেন। পরে তাকে বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘পাট থেকে আমরা অনেক কিছু উদ্ভাবন করেছি। পাট থেকে বিমানের ইন্টেরিয়র তৈরি হয়। আমরা যখন দায়িত্বে আসি তখন পাটের বহুমুখী পণ্যের সংখ্যা ছিল ৩৫, সেখানে এখন পণ্যের সংখ্যা ২৮৫টি। কারণ বহুমুখী পাট পণ্যের উপর ২০ শতাংশ ইনসেনটিভ দিয়েছি। আগামীকাল (৩ অক্টোবর, বুধবার) প্রথম মন্ত্রিসভা বৈঠকে সব মন্ত্রী মহোদয়রা যে ব্রিফকেস বহন করবেন, আমরা সেখানে পাটের তৈরি ব্রিফকেস গিফট করেছি। কাল সব মন্ত্রীরা সেই পাটের ব্রিফকেসটি বহন করবেন।’

তিনি বলেন, ‘পলিথিন আমাদের ধ্বংস করে দিচ্ছে। নদী-নালা, খাল-বিল বন্ধ করে দিচ্ছে, জমির উর্বরতা নষ্ট করছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন হওয়ার ফলে আমরা মোট উৎপাদিত কাঁচাপাটের প্রায় ৪০ শতাংশ স্থানীয়ভাবে ব্যবহার করছি।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেএমসির চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান, ফুটামারা কেমিক্যাল কোম্পানির গ্রুপ ম্যানেজার মার্টিন রিচার্ড কক রফি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি